Saturday, November 22, 2014

বলে দিও / বর্ষার বিষণ্ণ পংতিমালা

                                                             




আবার দেখা হয় যদি কোনদিন ,
ভালবাসার নুতন প্রলেপে -
একে দেবো এক নুতন অবয়ব –
তোমার তৃণভূমে ;

আর দেখা না হয় কোনদিন যদি,
তবে অস্তিত্বের অংকুরে এসে
নীলিমার সীমান্তে এসে –
যেখানে জীবন নেমে আসে অবিরত
ব্যাথা বেদনার গীতি কবিতার মত,
সেই মোহনায় ক্ষণিক দাড়িয়ে ,

জন্মদিনের দ্বিপ্রহর যখন
সময়ের সিঁড়ি ভেঙ্গে সন্ধ্যায় নেমে গেছে ,
স্মৃতির সেই অস্থির আকাশে তখন,
ফিরে যাওয়া মেঘের দুরন্ত হাওয়ার কাছে –
নীরবে নিভৃতে অস্ফুটে বলে দিও – “ ভাল আছি “ ।।

বর্ষার বিষণ্ণ পংতিমালা / বলে দিও / আখতার হামিদ রাজ
ঢাকা, বাংলাদেশ, ১৯৮৪ ।।




No comments:

Post a Comment