Friday, March 24, 2017

একাকীত্বের পাহাড় ঃ বর্ষার বিষণ্ণ পন্তিমালা









                                                                     photo credit : Raj Hameed


একাকীত্বের পাহাড় ঃ বর্ষার বিষণ্ণ পন্তিমালা


কী বেদনা আঁকড়ে আছো –
এতোকাল তুমি ?
রাত্রির নিঃশব্দে , বলয়ে বলয়ে
সময়ের বাঁকে বাঁকে ?
কী  আর্তনাৎ জমাট বেঁধে আছে তোমার
আঁটসাঁট পাথরের খাঁজে খাঁজে –
বেড়ে ওঠা পাহাড়ের শীর্ষ চূড়ায় ?
হাজার বছরের নিষ্ঠুর বাতাস ,
সামাজিক অর্থহীন কোলাহলের মতো –
তোমার দৃঢ় বুক চিঁড়ে গেছে ।
অমলিন অম্লান তুমি
অবিচল নিশ্চল দাড়িয়ে –
কাপালি সাগরের দস্যিপনা দেখে গেছো –
কাজল কালো মেঘ, নির্ঝর বৃষ্টি ,
আর দুরন্ত ঝর্ণার হৃদয় ভুলানো খেলায় –
তুমি ভুলিয়ে রেখেছো –
এক অগভীর পৃথিবীকে ;
রোদের বিছানো হাসি
যেমন ঢেকে রাখে –
বিষণ্ণতার আলোহীন উপত্যকা ।

হাজার বছরের বিস্বাদের ঝড়
নির্বিকার বুকে নিয়ে ,
স্থবির জীবন আর কৃত্তিম ভালোবাসা
একাকার কোরে –
এ কেমন একাকিত্তের পাহাড় গড়েছো তুমি ?
তুমি আমি যেখানে নেই,
নেই স্বপ্নের আকাশ ,
আছে শুধু স্মৃতির আঁকড়ে ধরা পাথর ,
আর  বিশাল সময়- পাহাড়ের দুপাশে –
আমাদের নীরব একাকিত্তের বিষণ্ণ চীৎকার ।।

          নাপালি কোস্ট, কাউয়াই , হাওয়াই দীপপুঞ্জ ।
                                                নভেম্বর, ২০০৯ ।।
                                                               (অনুপ্রেরণা ১৯৮৫ সালের মুসৌরীর ব্রমন  থেকে নেয়া )

No comments:

Post a Comment