Saturday, November 20, 2010

তুমি থাকো / বরষার বিষন্ন পংতিমালা


কষ্ট হয়েও যদি
থেকে যেতে হয় তোমাকে -
আমি চাই, তুমি থাকো ।
ঝলমলে রোদের দুপুরে
যখন আলো এসে ধুয়ে গেছে চারিদিক,
তখন হঠাৎ তোমার অবিশ্রান্ত স্মৃতি
যদি অবিরাম বৃষ্টির মতো -
ভীড় করে চেতনায় আমার,
যদি সন্ধ্যার অন্ধকার তখন
বিস্তীণ আচলে ঢেকে দেয় রোদেলা আকাশ -
ঋতি কী -
সব স্মৃতিই যে সুখের হতে হবে
এমন তো কোনো কথা নেই -
নদীর সব জলই যে
ছুয়ে যাবে সাগরের নোনা জল,
খরস্রোতের শীৎকারে
বিলীন হবে বার বার -
এমন তো কোনো কথা নেই,
সব বিশাল পথের পাখিরাই
যে আকাশ ভেঙ্গে নীঢ় খুজে পাবে,
মরুভুমীর কঠিন বালুচরে
রেখে যাবে না ত্ণভুমির সপ্ন,
এমন তো কোনো কথা নেই।
কষ্ট হয়েও যদি
থেকে যেতে হয় তোমাকে -
অনি,
আমি সত্যিই চাই,
তুমি থাকো ।।
* written in Mussoorie,Himachal Pradesh,India ;
* photo courtesy of : Rubna Rashid .

No comments:

Post a Comment