Monday, September 16, 2013

সমুদ্রের কথা / বর্ষার বিষণ্ণ পংতিমালা



                        সমুদ্রের কথা / বর্ষার বিষণ্ণ পংতিমালা

আমি সমুদ্রে সমুদ্র দেখি না ।
অবারিত ঢেউয়ের আড়ালে,
আমি এক পৃথিবী দেখি -
জন্ম – মৃত্যু – ভালবাসার বিস্তীর্ণ খেলা দেখি,
শক্তির অপরুপ এক স্নিগ্ধতা দেখি,

আমি সমুদ্রে সমুদ্র দেখি না –
তোমার নিদারুণ ভালবাসা দেখি,
সরস আলতো ছোঁয়া দেখি,
উরন্ত গাংচিলের মত –
সীমাহীন সপ্নের এক আকাশ দেখি,

আমি সমুদ্রে সমুদ্র দেখি না –
দিকহীন বিশালতায় তাকিয়ে থাকা,
তৃণভূমির উচ্ছাসে উদ্ভব –
এক নাবিকের দৃষ্টি দেখি,
চিকচিক রোদ্দুরে, ঢেউ বেলাভূমির নৃত্যে –
তোমার হাসির মসৃণতা দেখি,

অনি, আমি সমুদ্রে সমুদ্র দেখি না,
আমি সমুদ্রে তোমাকে দেখি ।।

                                                                   সুবিক বে, ফিলিপিন, ১৯৮৯ ।

No comments:

Post a Comment